Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০২ মার্চ, ২০২০ ১০:১৫ অপরাহ্ণ

১লা মার্চ শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়ারাবাজারের প্রথম ইন হাউজের ছবি

দোয়ারা বাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সালেহা মাহমুদ আপা এবং তার ছোট বোন সরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সাঈদা মাহমুদ আপার আমন্ত্রণে গতকাল দোয়ারা বাজার উপজেলার সরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অসাধারণ দিন কাটালাম। আমি আবু ছালেহ মোহাম্মদ নোমান এবং আমার সাথে ছিলেন মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন। আমাদের যাওয়ার কথা শুনে আপা তাৎক্ষণিক প্রায় ৩০ জন আইসিটি প্রেমী শিক্ষক-শিক্ষিকাকে সেখানে উপস্থিত করলেন। আমাদের সাথে যোগ দিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব পঞ্চানন কুমার সানা মহোয়দ এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আবু রায়হান মহোদয়। দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলাম কীভাবে দোয়ারা বাজার উপজেলায় একটি ইনহাউজ প্রশিক্ষণের আয়োজন করা যায়। শেষ পর্যন্ত কোন পরিকল্পনা ছাড়াই তাৎক্ষণিকভাবে হয়ে গেল দোয়ারা বাজার উপজেলার প্রথম ইনহাউজ প্রশিক্ষণ। সহায়ক হিসেবে আমরা দুই জন দিনব্যাপী তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করি, শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ নিয়ে আলোচনা করি এবং তাঁদেরকে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠে অন্তর্ভুক্ত করে এগুলোর ব্যাবহারবিধি ও উপকারিতা নিয়ে আলোচনা করি। শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত শিক্ষকবৃন্দের সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে উৎসাহিত ও আনন্দিত করেছে। দোয়ারা বাজার উপজেলার শিক্ষকবৃন্দ এর ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমরা আশা করছি। খুব শীঘ্রই সুনামগঞ্জ জেলার সকল এম্বাসেডরবৃন্দের সমন্বয়ে দোয়ারা বাজার উপজেলাতেই একটি ইনহাউজ প্রশিক্ষণ হবে, ইনশা আল্লাহ। সুনামগঞ্জ জেলার আইসিটি এম্বাসেডরবৃন্দ জেলার যেকোন উপজেলায় আইসিটি সেবা দিতে সদা প্রস্তুত। আমরা চাই এগিয়ে যাক সুনামগঞ্জ, এগিয়ে যাক বাংলাদেশ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি