Loading..

উদ্ভাবনের গল্প

০৭ মার্চ, ২০২০ ১২:৪৫ পূর্বাহ্ণ

যোগ্য প্রার্থী নেতৃত্ব তৈরীর "পাঠশালা"

?নেতৃত্ব তৈরীর "পাঠশালা"?

??????????


২৩/০২/২০২০ মুজিব বর্ষ কে সামনে রেখে দেশ ব্যাপী একযুগে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো।যা বর্তমান সরকারের যোগ্য নেতৃত্ব তৈরীর এক অন্যতম পাঠশালা বলা যায়।


নির্বাচনে ১১জন ক্ষুদে প্রার্থী তাদের সাধ্যমতো প্রচারণা চালিয়ে ২৩তারিখ নির্বাচন অনুষ্ঠিত হলো।এতে ৭জন প্রার্থী নির্বাচিত হলেও ৪জন নির্বাচিত হতে পারলেন না।

দেখা গেলো বিজয়ী প্রার্থীরা তাদের সাপোর্টারদের নিয়ে মন খারাফ করে বসে থাকা প্রার্থীদের কাছে গেলেন এবং সুন্দর ভাবে শান্তনা দিয়ে বুকে জড়িয়ে নিলেন।বল্লেন,আমরা ও তুমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই।আমরা যা করবো সবাই মিলেই করবো এবং তুমরাও আমাদের সাথে সমান অংশীদার।

সবাই মিলে আমার কাছে এলেন ও আমিও একই ভাবে বুঝিয়ে দিলাম।তুমরা হবে আগামীদিনের যোগ্য নেতৃত্ব তৈরীর "পাঠশালা"।ধন্যবাদ।