Loading..

খবর-দার

২৭ মার্চ, ২০২০ ০৬:১৫ অপরাহ্ণ

বাংলাদেশে আরো চার জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত

আজ নতুন চারজন রোগীর মধ্যে দু'জন চিকিৎসক, যারা করোনভাইরাস আক্রান্ত রোগীদেরে চিকিৎসা দিয়েছিলেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১ থেকে ৪০ এর মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ এবং অপরজন ৫১ থেকে ৬০'এর মধ্যে।

এদের মধ্যে দু'জন ঢাকার, আর দু'জন ঢাকার বাইরের।

দু'জনের মধ্যে অন্যান্য রোগের উপসর্গ থাকলেও নতুন শনাক্ত চারজনের কারো মধ্যেই জটিলতা নেই বলে জানিয়েছে আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এনিয়ে বাংলাদেশে মোট ৪৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হলো।


এদের মধ্যে পাঁচজন মারা গেছেন ও ১১ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। অর্থাৎ এই মুহুর্তে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগী আছেন ৩৩জন। (তথ্য সূত্রঃ আইইডিসিআর)