Loading..

ম্যাগাজিন

১৭ এপ্রিল, ২০২০ ১০:৪৬ অপরাহ্ণ

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস।

১৭ এপ্রিল

মুজিবনগর দিবস

মেহেরপুরের মেয়ে হিসেবে আমি গর্বিত।  ঐতিহাসিক দিন গুলোর মধ্য ১৭ এপ্রিল অন্যতম।

আর এই দিনটির গুরুত্বের সূচনা হয় মেহেরপুরে।

মেহেরপুরের মুজিবনগর বাংলাদেশের অস্থায়ী রাজধানী।এদেশের প্রথম রাজধানী মেহেরপুর।


বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন।


১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। ২১৬ বছর পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল পলাশীর আম্রকাননের অদূরে মেহেরপুরের বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হয়। এ মাটির বুকে ইতিহাস-ঐতিহ্যের ছড়াছড়ি। স্বাধীনতার সূতিকাগার মেহেরপুর।

 

মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।


১০ এপ্রিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে গঠন করা হয় স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার। এ সরকারের অন্য সদস্যরা হলেন- উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান এবং খন্দকার মোশতাক আহমেদ। ১৭ এপ্রিল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং কর্নেল আতাউল গনি ওসমানীকে প্রধান সেনাপতি ঘোষণা করা হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি