Loading..

খবর-দার

২৯ মে, ২০২০ ১০:৪৩ অপরাহ্ণ

English Language Training Webinar

আজ ২৯ শে মে ২০২০, রোজ শুক্রবার, সময় বিকাল-৩.৩০মিনিট। এক যুগান্তকারী অধ্যায়ের সুচনা। A2i ও TESOL এ উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনের এক ইংরেজি ভাষার উপর প্রশিক্ষণ কর্মশালা। আজ প্রথম দিন প্রশিক্ষণের ট্রেইনার জনাব মোহাম্মদ ইয়াসির স্যার, তার চমৎকার উপস্থাপনা ও কৌশল ব্যবহার করে প্রায় সাড়ে চারশত শিক্ষককে পাঁচ ঘন্টা পর্যন্ত অনলাইনে কম্পিউটার বা মোবাইলের সামনে ধরে রাখতে সক্ষম হয়েছেন। চমৎকার সকল ফোনেটিক উচ্চারন আর পাঠদানের  নানা কৌশল তিনি খুবই দারুন ভাবে শিখিয়েছেন। এত সুন্দর একটি আয়োজন করার জন্য A2i ও TESOLএর সকল কর্মকর্তাদেরকে শিক্ষক পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে রফিকুল ইসলাম সুজন স্যার ও অভিজিৎ স্যারের প্রতি কৃতজ্ঞ। এই করোনা মহামারীর মধ্যেও শিক্ষা কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার আপ্রান চেষ্ঠা করে যাচ্ছেন। আরও দুইদিন আমরা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবো ভাবতেই অনেক ভালো লাগছে। এরকম প্রশিক্ষণ বারবার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ফিরে আসুক। সকলকে অসংখ্য ধন্যবাদ।

মোঃ হাবিবুল্লাহ্

সহকারী শিক্ষক(আইসিটি)

কনেশ্বর এস.সি.এডওয়ার্ড ইনস্টিটিউশন

ডামুড্যা, শরীয়তপুর।