Loading..

খবর-দার

০৫ জুন, ২০২০ ০৪:৪৯ অপরাহ্ণ

১১ জুন পর্যন্ত সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস রুটিন

গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে  মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। প্রতিদিন বেলা এগারোটা থেকে দুপুর দুইটা ৩০ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস প্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ জুন) সংসদ টিভিতে ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হযচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ থেকে ৪ জুন পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর।  সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট দশটি ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে। 

করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশে টিভিতে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দীর্ঘ ছুটিতে লাখ লাখ শিক্ষার্থীকে পড়াশোনার মধ্যে রাখার সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।