Loading..

খবর-দার

০৫ জুন, ২০২০ ০৫:৩৮ অপরাহ্ণ

করোনায় আরো ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৮২৮

করোনায় আরো ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২ হাজার ৮২৮


দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ২ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৮১১ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ৩৯১ জন। 

শুক্রবার (৫ জুন) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫০ ল্যাবের নমুনা পরীক্ষার তথ্য উপস্থাপন করা হয়। এখন পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৬৫ টি।

তিনি জানান, আরও ৬৪৩ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।

তিনি জানান, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। ৫ জুন শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ।