Loading..

ভিডিও ক্লাস

১০ জুন, ২০২০ ০৯:৫১ অপরাহ্ণ

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়,চকবাজার,চট্টগ্রাম

প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের স্থান অগনিত সুফী সাধক ও বার আউলিয়ার পূণ্যভূমি বীর চট্টলার এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানটি পশ্চিম বাকলিয়ার প্রাকৃতিক নৈসর্গের অপরূপ সৌন্দর্যের মনোরম পরিবেশে গড়ে উঠেছে। জনশ্রুতি আছে, প্রাচীনকালে শুলকবহরের পাশদিয়ে কর্ণফুলী নদী প্রবাহিত ছিল। খ্রিষ্টীয় অষ্টম-নবম শতকের দিকে আরব্যবণিকেরা বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে কর্ণফুলী মোহনায় তৎকালীন সময়ে শুলকবহরে জাহাজ বেড়াত। কালক্রমে শুলকবহরের দক্ষিণ পশ্চিম অংশে নদী ভরাট হয়ে চর জেগে উঠে। এ চরে স্থানীয় বাসিন্ধারা সবজি চাষ করতেন। তখন আরব্যবণিকেরা এই সবজি ক্ষেতকে বাকিল্লাহ বলে অভিহিত করতেন। পরবর্তীতে এই বাকিল্লাহ থেকে বাকলিয়া নামকরণ করা হয়। ১৯৬৭ সালে বাকলিয়া সরকারি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়