Loading..

খবর-দার

০৮ আগস্ট, ২০২০ ০৫:২৪ অপরাহ্ণ

করোনা : যুক্তরাষ্ট্রে স্কুল খুলতেই আক্রান্ত শিক্ষার্থীরা, কোয়ারেন্টাইনে ১১৬ জন

স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়ার পর যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে আটজন শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এই ঘটনার পর ওই স্কুলের ১১৬ জন শিক্ষার্থীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে বিশ্বে সর্বোচ্চ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেও স্কুলে ক্লাস চালু করায় জোর দিতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাধ্য হয়ে গত মাসে স্কুল খোলার অনুমোদন ও গাইডলাইন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান। চলতি সপ্তাহে তাই পুনরায় ক্লাসও শুরু করে দেয় কিছু স্কুল।

যুক্তরাষ্ট্রের মিসিসিপির করিন্থ শহরে এই মুহূর্তে দ্রুত হারে বেড়ে চলেছে করোনা ভাইরাস। তার ওপর স্বাস্থ্য ব্যবস্থাও যথেষ্ট চাপে। এমন পরিস্থিতিতে স্কুল চালু হয়ে গেলে পড়াশোনা, পরীক্ষা এগিয়ে যাবে, এই ভয়ে সন্তানদের স্কুলে পাঠাতে বাধ্য হন অনেক অভিভাবক।

এ বিষয়ে মিসিসিপির গভর্নরের টেট রিভস বলেন, আমরা করোনা আক্রান্তদের চিহ্নিত করেছি। শিশুদের নিরাপত্তায় আমরা বদ্ধপরিকর। ওয়াশিংটন পোস্ট, জি নিউজ।