Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১২ আগস্ট, ২০২০ ১০:৩৬ অপরাহ্ণ

আত্মপ্রকাশ কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনলাইন স্কুল # দুলাল হালদার # সহকারি শিক্ষক # কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয় # ছাতক,সুনামগঞ্জ।

আমি দুলাল হালদার, সহকারী শিক্ষক, কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। জেলা এম্বাসেডর, সুনামগঞ্জ। বর্তমানে মহামারী করোনাকালীন সময়ে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা, উপজেলা এবং বিদ্যালয়ে অনলাইন স্কুল চালু হয়েছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আমার বিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকার অভিবাবকবৃন্দ, বিদ্যালয়ের পরিচালকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের বিপুল চাহিদার ভিত্তিতে অত্র এলাকায় বিদ্যালয়ের নিজস্ব একটি অনলাইন স্কুল প্রতিষ্ঠার প্রয়োজন হয়েছে। তাই আমি কোমলমোতি ছাত্রছাত্রীদের পড়ালেখা এবং আগ্রহ দেখে উক্ত বিদ্যালয়ের নিজস্ব নামে একটি অনলাইন বিদ্যালয় চালু করি। অনলাইন বিদ্যালয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আসিকুর রহমান ২৩/০৭/২০২০ খ্রিঃ আমাকে নিয়ে শুভ উদ্ভোধন করেন এবং উনার মাধ্যমেই ঐ দিনই উদ্ভোধনী ক্লাস চালু হয়। আমি নিজেও এই পেজে ক্লাস নিচ্ছি। এলাকার সবাই খুশি এই বিদ্যালয় চালু হওয়ায়। অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকা এই অনলাইন বিদ্যালয়টিতে ক্লাস নিবেন বলে জানিয়েছেন।


অনলাইন বিদ্যালয়ের নামঃ Kumna Govt. Primary School

বিভাগঃ সিলেট

জেলাঃ সুনামগঞ্জ

উপজেলাঃ ছাতক

পৌরসভাঃ ছাতক

ওয়ার্ড নং- ৫

ডাকঘর- পেপার মিল

গ্রামঃ কুমনা


শুভেচ্ছান্তে- দুলাল হালদার

জেলা এম্বাসেডর (ICT4E), সুনামগঞ্জ।

 সহকারি শিক্ষক

কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

ছাতক,সুনামগঞ্জ।

তারিখঃ 12/০8/২০২০খ্রিঃ 

Email:[email protected]


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি