Loading..

উদ্ভাবনের গল্প

০৪ সেপ্টেম্বর, ২০২০ ০২:৩৬ পূর্বাহ্ণ

অন লাইন স্কুল_ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়

    অন লাইন স্কুলের একমাসপূর্তি ও বিদ্যালয়ের নামে ইউটিউব চ্যানেল তৈরী করা

গত ৬ই জুলাই ২০২০ তারিখে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়টি উদ্ধোধন করা হয়। করোনা কালীন এ সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম হতাশার মধ্যে পরে। সংসদীয় টেলিভিশনে প্রচারিত ক্লাস দেখার পাশাপাশি বিদ্যালয়ের সিলেবাসের কথা চিন্তা করে আমরা মিটিং করে সিদ্ধান্ত নেই শিক্ষার্থীদের জন্য কিছু করার। আমাদের শহরের বেশিরভাগ শিক্ষার্থীদের বাসায় স্মার্টফোন, বড্রব্যান্ড লাইন থাকায় চিন্তা করলাম ফেইসবুক লাইভ করা যায় কিনা। আমি আমার চিন্তার কথা আমার প্রধান শিক্ষক মহোদয়কে জানায়। এ সময় লক ডাউন চলছিল। পাশাপাশি রোগীর সংখ্যা এসময় বাড়তে থাকে। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা কাজ শুর করে দেই। যেহেতু আমার উপর দায়িত্ব দেওয়া হয় কীভাবে ক্লাস নেওয়া যায়। তাই আমি ফেইসবুক লাইভকে বেশি গুরুত্ব দেই এবং পেইজ খুলে কাজ শুরু করে দেই। আমি আসলে এসব সফটওয়্যারে দক্ষ ছিলাম না। রাত জেগে ইউটিউবকে শিক্ষক বানিয়ে কাজ শুরু করলাম। আমার এক বন্ধুর(মোস্তফা কামাল) সহযোগীতায় এবং প্রাক্তন দুইজন শিক্ষার্থী নিয়ে অন লাইন স্কুলের যাত্রা শুরু করি। এরি মাঝে আমাদের প্রধান শিক্ষক মহোদয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমাকে নির্দেশনা দেন আমার যাই হোক অন লাইন স্কুলের যাত্রা যেন বন্ধ না হয়। স্যারের সাহস আমাকে এই স্কুলটি তৈরী করতে সাহায্য করে। আর যিনি আমাকে সাহস দিয়েছেন এবং যার সহযোগীতায় আজকের এ অনলাইন স্কুল তিনি আমাদের সহকারী প্রধান শিক্ষক। স্যারই বিদ্যালয়টির কার্যক্রম উদ্ধোধন করেন। আমার সহকর্মীদের উৎসাহ ও সহযোগীতায় আমি অন লাইন স্কুলটির যাত্রা শুরু করতে পেরিছি। এখানে উল্লেখ্য যে আমাদের বিদ্যালয়ের উপদেষ্টা শিক্ষক জনাব দিলীপ রঞ্জন দে ৭০ বছর বয়সে অন লাইনে ক্লাস নিয়েছেন। সবার সহযোগীতায় আমরা আমাদের কার্য্যক্রম অব্যাহত রেখেছি। আর সবচেয়ে বড় সম্পদ হল আমরা আমাদের ক্লাসগুলো বিদ্যালয়ের নামে ইউটিউভ চ্যানেল খোলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে রেখে দিয়েছি। যাতে ভবিষ্যতে শিক্ষক এবং শিক্ষার্থীরা এগুলো সব সময় ব্যবহার করতে পারে। এ ছিল আমার উদ্ভাবনের গল্প।

ফেইসবুক এড্রেস: https://www.facebook.com/cgbmhs.edu.bd

ইউটিউভ চ্যানেল: Chhatak Govt. Bohumukhi Model High School