Loading..

খবর-দার

২৬ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫১ পূর্বাহ্ণ

বাহুবল অনলাইন স্কুলের এডমিন গ্রুপের সভা অনুষ্ঠিত

আজ বিকেলে বাহুবল অনলাইন স্কুলের এডমিন গ্রুপের সভা উপজেলা সদরের দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলে অনুষ্ঠিত হয়। গ্রুপের চীফ এডমিন ও আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে ও পুটিজুরী এস.সি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন - বাহুবল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রকিব, ফতেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানাউল্লাহ শাহ ফকির, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল রহিম, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির আহমেদ, সানশাইন মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শারমিন আক্তার, দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক হেদায়েতুল ইসলাম মামুন, পয়রা টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ও গ্রিনপার্ক স্কুল এণ্ড কলেজের সহকারী শিক্ষক জুনাইদ আহমেদ।
সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহিত হয়
১) শিক্ষক বাতায়নে বাহুবল অনলাইন স্কুলকে অন্তর্ভুক্ত করায় এটুআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
২) এখন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ক্লাস অন্তর্ভুক্ত থাকবে। আপাতত প্রতিদিন ৩টি করে ক্লাস সম্প্রচারিত হবে।
৩) উপজেলার আগ্রহী শিক্ষকবৃন্দকে 'বাহুবল অনলাইন স্কুল'-এ ক্লাস দেয়ার আমন্ত্রণ জানানো হয়। এক্ষেত্রে উপরোক্ত এডমিনদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। পর্যায়ক্রমে অনলাইন ক্লাসে অভিজ্ঞদের এডমিন হিসেবে নিয়োগ দেয়া হবে।
৪) প্রতি সপ্তাহের বৃহষ্পতিবার রাত ৯টার মধ্যে যেসকল শিক্ষক অনলাইন ক্লাস নেবেন, উনাদের তালিকা ম্যাসেঞ্জার গ্রুপে পোস্ট করতে হবে।
৫) রুটিন সমন্বয় করবেন পংকজ কান্তি গোপ।
৬) ব্যানার তৈরি করবেন সানাউল্লাহ শাহ ফকির, শারমিন আক্তার ও রায়হান আহমেদ।৭) সভায় একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। কমিটি নিম্নরূপঃ
ক) উপজেলা নির্বাহী অফিসার, বাহুবল
খ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
গ) উপজেলা একাডেমিক সুপারভাইজার
ঘ) অধ্যক্ষ, সকল কলেজ
ঙ) প্রধান শিক্ষক, সকল মাধ্যমিক বিদ্যালয়