Loading..

মুজিব শতবর্ষ

১৯ অক্টোবর, ২০২০ ০৮:০৩ পূর্বাহ্ণ

নতুন প্রযুক্তিঃ পাতা থেকে তৈরি হবে জ্বালানি!

‘আর্টিফিসিয়াল ফটোসিনথেসিস’-এর মাধ্যমে তরল জ্বালানি তৈরি হবে পাতা থেকে! এ জ্বালানি তৈরি হবে প্রাকৃতিক পাতা নয় বরং কৃত্রিম পাতার মাধ্যমে। আর এ জ্বালানি তৈরির অন্যতম চালিকাশক্তি হবে সূর্য।

আর্টিফিসিয়াল ফটোসিনথেসিস বা কৃত্রিম সালোকসংশ্লেষণ একটি রাসায়নিক প্রক্রিয়া, যা সালোকসংশ্লেষণের প্রাকৃতিক প্রক্রিয়াটিকে সূর্যালোক, জল এবং কার্বন-ডাই-অক্সাইডকে কার্বোহাইড্রেট এবং অক্সিজেনে রূপান্তরিত করার জন্য বায়োমিমিক করে।

সূর্য থেকে আমরা যে পরিমাণ সৌরশক্তি পাই, তা আমরা যেসব কাজে লাগাচ্ছি; বাস্তবে এর শক্তিসীমার তুলনায় অনেকটাই কম। চাইলে আরও অনেক কিছুতে এ শক্তি কাজে লাগান সম্ভব। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অ্যানার্জি অ্যান্ড সাসটেইন্যাবিলিটি বিষয়ক অধ্যাপক ইরউইন রেইজনার এক গবেষণায় এমনসব তথ্য পেয়েছেন। সোলার প্যানেল আবিষ্কার সমসাময়িক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি