Loading..

খবর-দার

১৯ অক্টোবর, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ

মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দুর্গাপূজাসহ সব ক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকেও এ ব্যাপারে প্রচারণা চালাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউরোপ-আমেরিকার করোনা সংক্রমণের দিক পর্যালোচনা করে, মাস্ক পরার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।  একইসঙ্গে এটি দেখভালে মাঠ প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছে।

পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।  জানানো হয় ,করোনার কারণে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের বিদ্যমান অগ্রগতি ৪৬ শতাংশ। আগের বছর একই সময়ে যা ছিল ৫৮ শতাংশ।  মন্ত্রিসভা মনে করে এই হার কিছুটা ধীর হলেও আশাব্যঞ্জক।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন,'কোন অবস্থাতেই মাস্ক ছাড়া পাবলিক প্লেসে যেন কেউ না আসেন। সামনে দুর্গা পূজা সেখানে কোন মাস্ক ছাড়া যেন কেউ না আসেন। এটা আরও জোরালো করা হবে। মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী এ বিষয়ে জোর দিয়েছেন।'