Loading..

মুজিব শতবর্ষ

২৩ অক্টোবর, ২০২০ ০৭:৫৭ অপরাহ্ণ

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে স্ব-রচিত কবিতা

মহান নেতার মহাপ্রয়াণ

 

পরাধীন ছিলে ভালোই ছিলে

বঞ্চিত ছিলে মুক্ত চিন্তায়,

বাঁধতে পারোনি স্বপ্নেও তুমি

আমায় নিয়ে একটু অভিপ্রায়।

 

যখন তুমি ঘরের কোনে

রক্তে তোমার শীতলতা,

কে দিয়েছে, কে জাগিয়েছে?

স্বাধীন হওয়ার ব্যাকুলতা।

 

কাদের স্বার্থে বঙ্গবন্ধ‍ুর

৭ই মার্চের ভাষণ,

স্বাধীন করেছ যার তাড়নায়

বঙ্গ মায়ের আসন।

 

এটাই কী ছিলো তার অপরাধ?

দিয়েছে তোমায় মুক্তির স্বাদ,

গড়েছে তোমায় আপন হাতে

ভালোবাসা আর শত মায়াতে,

এটাই কী ছিলো অন্যায় তার

ফিরিয়ে দেয়া তোমার অধিকার।

 

এমন অপরাধ যে করবে

স্বাগত জানাবো তাকে,

নিজের জীবন বিলিয়ে দিয়ে যে

রক্ষা করবে মাকে।

 

অকৃতজ্ঞ তুমি কলংকিত তুমি

দিয়েছ নির্মম প্রতিদান,

তোমারি দেয়া বুলেটের আঘাতে

ঝঁরেছিলো সেই মহাপ্রাণ।

 

ভাবছো, আমি বলছি কেন

তোমায় এতো কথা,

কারন একটাই, কেন করেছিলে

বঙ্গবন্ধ‍ু মুজিব হত্যা ?

কবি - আলমগীর হোসেন

প্রভাষক, হিসাববিজ্ঞান, সরকারি পদ্মা কলেজ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি