Loading..

উদ্ভাবনের গল্প

২৪ নভেম্বর, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ

খেলতে খেলতে শিখি

মৌলিক সংখ্যা নির্ণয়ের আইডিয়ার নাম-সংখ্যা বাছাই।এই আইডিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে। এই আইডিয়াটি খেলতে ৫টি লটারী বানাতে হবে।একটি ফাঁকা থাকবে অন্য ৪টিতে ২,৩,৫,৭ লিখতে হবে। এবার লটারীর মাধ্যমে যে ২সংখ্যাটি পাবে সে ১ থেকে১০০ পর্যন্ত ২ এর গুণিতক তুলবে।যে ৩ সংখ্যাটি পাবে সে ১থেকে ১০০ পর্যন্ত ৩ এর গুণিতক তুলবে।এভাবে ৫ ও ৭ এর গুণিতক তুলবে। যে ফাঁকা লটারী পাবে সে অবশিষ্ঠ সংখ্যা গুলো পড়বে ।অবশিষ্ঠ সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা (১বাদে)।

লসাগু ও গসাগু নির্ণয়ের আইডিয়ার নাম-কোথায় মিলি।এই আইডিয়াটি যতটি সংখ্যার লসাগু বা গসাগু নির্ণয় করব তত শিক্ষার্থী মিলে খেলবে ।লসাগুর ক্ষেত্রে প্রথমে যেখানে মিলবে সেটি উত্তর আর গসাগুর ক্ষেত্রে শেষে যে সংখ্যাটি মিলবে সেটি উত্তর হবে।