Loading..

ভিডিও ক্লাস

৩০ নভেম্বর, ২০২০ ১০:২০ অপরাহ্ণ

বাংলা ব্যাকরণ ও ব্যাকরণের আলোচ্য বিষয়

ভাষা হল ভাব-বিনিময়ের মাধ্যমপরস্পর ভাব-বিনিময়ের জন্য আমরা যে- ভাষা ব্যবহার করি, সে- ভাষা অর্থপূর্ণপরস্পরের কাছে বোধগম্য হতে হবেভাষাকে অর্থপূর্ণবোধগম্য করতে হলে ভাষায় ব্যবহৃত শব্দগুলোর অর্থ থাকতে হবেনির্দিষ্ট নিয়মে অর্থপূর্ণ ধ্বনির সাহায্যে আমরা শব্দ তৈরি করিঅর্থাঅর্থপূর্র্ণ শব্দ গঠন করতে হলে শব্দের গঠনে ধ্বনিশৃঙ্খলা বজায় রাখতে হবেআবার, কতকগুলো অর্থপূর্ণ শব্দকে নির্দিষ্ট নিয়মানুযায়ী বাক্যে সাজিয়ে বাক্যটিকে অর্থপূর্ণ করেও তুলতে হবেসম্পূর্ণ অর্থপূর্ণ বাক্যের সাহায্যে আমরা কথা বলে থাকিমনের ভাব প্রকাশ করি।সংবাদ আদান-প্রদানযোগাযোগ রক্ষা করি।একইভাবে কোনো বাক্যকে অর্থপূর্ণ করতে হলে এবং বাক্যটি দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে হলে বাক্যের মধ্যে শব্দশৃঙ্খলা বজায় রাখতে হয়একই সঙ্গে ভাষার আরও কতকগুলো নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবেভাষার এই  নিয়ম-শৃঙ্খলার নামই ব্যাকরণ

ভাষার এ সব নিয়ম-শৃঙ্খলা যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে ভাষার কোনটি স্বভাব ধর্ম তা ঠিকমত বুঝতে পারব, কীসে তার স্বধর্মচ্যুতি তাও বুঝতে পারবব্যাকরণেণর এই সূত্র বাংলা ব্যাকরণের বেলাতেও খাটে।এ জন্য বলা হয়ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ’।

ব্যাকরণের মূল ভিত্তি হল ভাষা
ব্যাকরণ=( বি+আ+√কৃ+অন) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে-বিশ্লেষণ

 
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতিস্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদনের সম্পর্ক নির্ণয়প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ-বলে
প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকেযেমন-
১.ধ্বনি
২.
শব্দ
৩.বাক্য
৪.অর্থ।
সব ভাষার ব্যাকরণেই  প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ে আলোচনা করা হয়-
১.
ধ্বনিতত্ত্ব
 
. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
. বাক্যতত্ত্ব বা পদক্রম এবং
৪.
অর্থতত্ত্ব
ছাড়া অভিধানতত্ত্ব ছন্দঅলংকার প্রভৃতিব্যাকরণের আলোচ্য বিষয়

১.ধ্বনিতত্ত্বঃ ব্যাকরণের ধ্বনি বা বর্ণের আলোচনাকে বলে ধ্বনিতত্ত্বধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয় হল: ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনিসংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তনলোপ, ণত্ব-ষত্ব বিধান ইত্যাদি

২. রূপতত্ত্ব বা শব্দতত্ত্বঃ ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বএক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দ বা শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপরূপ গঠন করে শব্ধসেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলেরূপতত্ত্বের আলোচ্য বিষয় হল: শব্দ গঠন, প্রত্যয়, উপসর্গ, পদপরিচয়, লিঙ্গ, পুরুষ, বচন, শব্দধাতুরূপ, সমাস, কারক ইত্যাদি

৩. বাক্যতত্ত্বঃ ব্যাকরণে বাক্যের আলোচনাকে বলে বাক্যতত্ত্ববাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হল: বাক্যের সঠিক গঠনপ্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, এদের স্বার্থক ব্যবহারযোগ্যতা, বাক্য মধ্যে শব্দ বা পদের রূপ-পরিবর্তন, বাক্যে পদক্রম ইত্যাদি

৪. অর্থতত্ত্বঃ ব্যাকরণে শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন- মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়

উদাহরণঃ
সে আমাকে চেনে= বাক্যতত্ত্ব
সে আমাকে(আমা+কে) চেনে(চেন্+এ)= রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব
(স্ + এ) + (আ+ ম্ +আ+ ক্+ এ) + (চ্ + এ+ ন্+এ)=ধ্বনিতত্ত্ব