Loading..

খবর-দার

১৫ ডিসেম্বর, ২০২০ ১২:২৫ পূর্বাহ্ণ

কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মা, শিশু এবং কিশোর-কিশোরীদের কার্যক্রম সমূহ বাস্তবায়নের জন্য পুষ্টি প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করেছে। এই প্ল্যাটফর্ম থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি পুষ্টি প্রোগ্রামের বিভিন্ন উপাদান সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে পারবেন। জাতীয় পুষ্টিসেবা/ জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং ইউনিসেফ-এর বিশেষজ্ঞদের যৌথভাবে তৈরি করা অনলাইন পুষ্টি কোর্সে অংশগ্রহন করতে বিনামূল্যে সাইন আপ করুন। কোর্স লিংকঃ https://adolescent.nnsop.org/

কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম " কোর্সটি শেষ করে সার্টিফিকেট অর্জন করলাম ।আপনি করে অনেক কিছু জেনে নেন। যদিও কোর্সটি  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)  এর কর্মকর্তা ও  সব সরকারি বেসরকারি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও অন্য দুইজন সহকারী শিক্ষকসহ মোট তিনজন শিক্ষককে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ নেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

কিন্তু পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষকদের কোর্সটি করার নির্দেশনা আসতে পারে।