"নীল সময়ের আলপনা" গ্রন্থটিতে আমার লেখা কবিতা স্থান পেল আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ!!
নতুন অভিজ্ঞতার নতুন শিহরণে ভরে গেল মন।
অত্যন্ত শ্রদ্ধাভাজন কবি মেহেনাজ পারভীন মেঘলা ম্যাম,
(সহকারি শিক্ষক, দিনাজপুর) সম্পাদিত ও চাষী এস. কে খান (মোঃ সবুজ হোসেন) প্রকাশিত "নীল সময়ের আলপনা" গ্রন্থটিতে আমার কাঁচা হাতের লেখা তিনটি কবিতাসহ জীবনী ছাপায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২০২০ সালের একেবারে শেষের দিকে শুভেচ্ছা কপিগুলো
হাতে পেলাম। 52পৃষ্ঠার গ্রন্থটিতে দুই বাংলার নবীন- প্রবীণ 26জন কবি ও সাহিত্যগণের সংক্ষীপ্ত জীবনীসহ 47টি কবিতা স্থান পেয়েছে। আমার রচিত কবিতাগুলো কবিতা প্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য পোস্ট করা হল।
আব্দুল আলীম
ডিপ্লোমা ইন এরাবিক, এম.এ
(ডাবল), এম.ফিল
প্রভাষক (আরবি) পাতাড়ী ফাযিল মাদ্রাসা,
সাপাহার, নওগাঁ ও
ICT4E জেলা অ্যাম্বাসেডর, নওগাঁ।
মোবাইলঃ 01749944418
বাতায়ন আইডি: infoabdulalim@gmail.com

মতামত দিন


মোঃ তারেকুন্নবী ICT4E জেলা অ্যাম্বাসেডর
লাইক ও পূর্ণ রেটিংসহ শুভকামনা রইল। আমার এ পাক্ষিকের কন্টেন্ট দেখে লাইক, কমেন্ট ও রেটিং দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।
সাম্প্রতিক মন্তব্য