Loading..

ভিডিও ক্লাস

০১ মে, ২০২১ ১০:৩৮ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক ( Bank): ইংরেজি শব্দ Bank (ব্যাংক) অনেকের মতে জার্মান শব্দBanckথেকে উদ্ভূতআবার অনেকে মনে করেন এটি ইতালীয় শব্দ ‘Banco’ থেকে উৎপত্তি লাভ করেখ্রিস্ট-পূর্ব ৬০০ অব্দে চীনে বিশ্বের প্রথম ব্যাংক শান্সী ব্যাংক (Shansi Bank) এবং ১১৫৭ খ্রিস্টাব্দে ইতালিতে বিশ্বের প্রথম সরকারি ব্যাংকব্যাংক অব ভেনিস’ (Bank of Venice) স্থাপন করা হয়সংজ্ঞাগত দিক থেকে ব্যাংক অর্থ এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসাবে জমা রাখে এবং জমাকৃত অর্থ অলসভাবে ফেলে না রেখে বরং ব্যবসায় বাণিজ্য, উৎপাদন বা ভোগের নিমিত্তে ঋণদান করে থাকে

অর্থনীতিবিদ ক্রাউথার বলেন, “ব্যাংক তার নিজেরঅন্য লোকের ঋণের কারবার করে।”

অধ্যাপক কেয়ার্নক্রসের মতে- ব্যাংক হলো আর্থিক মধ্যস্থতাকারী ধারঋণের কারবারি।”

 সুতরাং বলা যায় যে, ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বল্প সুদের হার জনগণের কাছ থেকে তাদের সঞ্চয়উদ্বৃত্ত আমানত হিসেবে গচ্ছিত রাখে, উচ্চ সুদের হারে আমানতকৃত অর্থ থেকে ঋণ প্রদান করে এবং সকল আর্থিক লেনদেন চেক গ্রহণপ্রদানের মাধ্যমে সম্পন্ন করে।