Loading..

খবর-দার

১৭ মে, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ

অনলাইন পাঠদান কার্যক্রম বেগবান সংক্রান্ত মতবিনিময় সভা।

অসাধারণ একটি গ্রাম ছাতকের মানিকপুর। যেখানে রয়েছে অসংখ্য লিচু বাগান। পুরো গ্রামটাই লিচু বাগানে ভরপুর। একটি সমৃদ্ধ গ্রাম। 

সুনামগঞ্জ জেলার আইসিটি এম্বাসেডর দের আয়োজনে ঈদ পূর্ন মিলনী ও নতুন এম্বাসেডর দের বরণ ও অনলাইন পাঠদান বেগবান করার জন্য ছাতকের মানিকপুরের লিচু বাগানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক জনাব, ডঃদিদার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোয়ারাই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান,জনাব, দেওয়ান আব্দুল খালিক রাজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব, পুলিন রায়, সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার ছাতক, সুনামগঞ্জ।,ইউ,আর সি ইন্সটাক্টর মোস্তফা আহসান হাবীব স্যার, ছাতক, উপজেলা।  বিশেষ  অতিথি হিসেবে  জনাব, কামাল উদ্দিন, প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন SESD উচ্চ বিদ্যালয় ছাতক।  ইনচান মিয়া স্যার, প্রধান শিক্ষক, এইচ এমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ। জনাব কবিরুল ইসলাম প্রধান শিক্ষআ  জনতা উচ্চ বিদ্যালয় ছাতক। জনাব আবু সাঈদ মাহমুদ প্রধান শিক্ষক খাসগাঁও স,সপ্রাবি ছাতক। আরও উপস্থিত ছিলেন সর্বজনাব, ইসমাইল হোসেন,  আনোয়ার হোসেন, হাসিনা মমতাজ, নিজাম উদ্দিন, শাহিন আলম, অজয়কৃঞ্চ পাল, মনোহর আলী,সুরঞ্জিত দাস, এনামুল হক, মহি উদ্দিন,খালিদুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম, সাইদুল ইসলাম জিলান, জুলফিকার আলম, হানিফ আলী, রুহুল ইসলাম পলাশ,আবুল কাসেম, দীপক বাবু,আজাদ মিয়া,আক্তার হোসেন, প্রিয়াংকা দাস,প্রমুখ। 

অত্র এলাকার কৃতি সন্তান, সুযোগ্য চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক রাজা তিনি এই অনুষ্ঠানে এসে  বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে সকল অতিথি শিক্ষকদের কে ১০০টি  লিচু করে উপহার দেন। অনেক ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয় কে। 

বিশিষ্ট কবি পুলিন রায়ের অসাধারণ কাব্যময় বক্তব্য উপস্থিত সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে। অনেক ধন্যবাদ পুলিন স্যার কে। 

উক্ত অনুষ্ঠানের মূল আয়োজনে ছিলেন শ্রদ্ধেয় কামাল স্যার। নতুন এম্বাসেডর জনাব, আনোয়ার স্যারের সার্বিক সহযোগিতা অত্যন্ত প্রসংশনীয়।তিনি পরিশ্রম করে অনুষ্ঠান কে সার্থক করে তুলেছেন।  

অনেক ধন্যবাদ জানাই আয়োজক স্যারদের কে।