Loading..

ব্লগ

রিসেট

৩০ আগস্ট, ২০২২ ০১:৩২ অপরাহ্ণ

৮ম শ্রেণি বাংলা, মানবধর্ম (লালন শাহ্)

মনুষ্যত্ব নিয়ে উক্তি: যে ব্যক্তির ভিতরে মানবতা আছে তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। কোনো মানুষ অনেক দিন ক্ষুধার্ত থাকলে তাকে দুটো রুটি বা একটু ভাত খাওয়ালে যে সুখ পাওয়া যায়, তার চেয়ে বড়ো সুখ আর অন্য কোনো কাজে পাওয়া যায় না। কিন্তু আজকের বিশ্বে মানবতা শুধু নামেই। বর্তমান বিশ্বে মানুষ দিন দিন বাড়ছে কিন্তু মানবতা এবং মনুষ্যত্ব কমছে।

নীচে কিছু ছবি সহ মানবতা এবং মনুষ্যত্ব নিয়ে উক্তি (Humanity quotes) দেওয়া হলো। যে সমস্ত উক্তি গুলি মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতার অভাব পূরণ করতে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। তাহলে চলুন দেরী না করে, মনুষ্যত্ব নিয়ে উক্তি গুলি পড়া যাক।

মনুষ্যত্ব নিয়ে উক্তি

1.সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন, তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা।

2.কারোর কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে, তাহলে বুঝবেন মানবতা এখনো আপনার মধ্যে বেঁচে আছে।

3.একজন মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যকে দুঃখী দেখে নিজে খুশী হতে শুরু করে।

4.আমাদের ধর্ম হোক ভালোবাসা আর জাত হোক শুধু মানবতা। তবেই আমরা জয়ী হবো।

5.যে মানুষ হিসেবে তার দায়িত্ব পালন করে তার সাথে লাখো মানুষের আশীর্বাদ থাকে।

আরো দেখুন