Loading..

ব্লগ

রিসেট

০৭ মে, ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ণ

সার্চ ইঞ্জিন নিয়ে কিছু কথা

পড়তে গিয়ে এমন অনেক সময় হয় যে একটা জিনিস আমাদের চোখের সামনে ই আছে কিন্তু আমরা খুঁজে পাই না কিন্তু শিক্ষককে জিজ্ঞেস করলে মুহূর্তেই তিনি তা বের করে দেন।

ইন্টারনেট ও ঠিক তেমন তথ্যের ভান্ডার যেখানে সব কিছুই পাওয়া যায়। কিন্তু সমস্যা একটাই, এত তথ্যের ভিড়ে আপনার দরকারী তথ্য টা খুজে বের করা।

হ্যা, এই কঠিন কাজটাই খুব সহজে করে দেয় সার্চ ইঞ্জিন।

সার্চ ইঞ্জিন এমন একটি সফটওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে রেখে প্রয়োজনের সময় সেটা প্রদান করে।

সার্চ ইঞ্জিনকে আপনি মাকড়সার সাথে তুলনা করতে পারেন যা পুরো নেট দুনিয়ায় নিজের জাল ছড়িয়ে রাখে তথ্য সংগ্রহের জন্য।

আপনি যখন কোন তথ্যের জন্য সার্চ করেন, তখন এটি নিজের কাছে জমা করে রাখা কোটি কোটি তথ্য থেকে বাছাই করে আপনার দরকারি সঠিক তথ্যটি খুঁজে এনে দেয়।

সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম।

সার্চ ইঞ্জিন একটি স্প্রিপ্টের মাধ্যমে রান হয় এবং নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়।

Description: 👉বিশ্বসেরা কিছু সার্চ ইঞ্জিন-

Google

Yahoo

Duck Duck Go

Bing

Ask .com

Dogpile

Webopedia

Yippy

The Internet Archive

AOL

Excite

WolframAlfa

Yandex

বাংলাদেশের সার্চ ইঞ্জিন হলো পিপীলিকা।

আরো দেখুন