Loading..

ব্লগ

রিসেট

০৭ মে, ২০২৪ ০৮:২০ অপরাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ একাউন্ট খোলার ক্ষেত্রে করণীয়ঃ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ একাউন্ট খোলার ক্ষেত্রে করণীয়ঃ 


---------------------------------------- 

একই NID দিয়ে SIM Card উত্তোলন+ নগদ একাউন্ট অথবা

একই Smart Card দিয়ে SIM Card উত্তোলন+ নগদ একাউন্ট তারপর সেই  নগদ একাউন্ট NID দিয়ে অথবা  Smart Card দিয়ে নগদ Apps এর মাধমে Re-submit KYC সম্পন্ন করতে হবে এবং ২৪ ঘন্টা পর নগদ একাউন্ট ভেরিফাই হবে। সেইসাথে কিছু টাকা লেনদেন করতে হবে। 

বিঃদ্রঃ ইতোপূর্বে যেসব NID/Smart Card দিয়ে সরকারের যেকোনো ভাতা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা /উপবৃত্তি পেয়ে থাকলে অথবা আবেদন করে থাকলে, সে সকল NID/Smart Card আর আবেদন করা যাবে না।

আরো দেখুন