Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ১২:৫৭ পূর্বাহ্ণ

পাথরকুচি পাতার উপকারিতা

পাথরকুচি পাতার উপকারিতা

পাতা থেকে জন্ম নেয়া ভেষজগুণ সংবলিত এই সুন্দর উদ্ভিদটি খুব সহজেই আপনি টবে লাগাতে পারেন। এই গাছ দিয়ে সারানো যায় নানান রোগ। পাথরকুচির সবচাইতে বড় সুবিধার দিক হচ্ছে এই গাছটি লাগানোর জন্য আপনাকে বেশি অর্থ কিংবা জায়গা খরচ করতে হচ্ছে না। এছাড়া এর ঔষধি গুণের সুবিধা তো পাচ্ছেনই । পাথরকুচির কিছু উপকারি গুণ দেখা যাকঃ- 

  • কলেরা, ডায়রিয়া বা রক্ত আমাশয় সারাতে এটি খুবই কার্যকরী।
  • সর্দিতে পাথরকুচির রস গরম করে খেলে তা ভাল কাজ করে। 
  • উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং মূত্রথলির সমস্যা থেকে মুক্তি পেতেও পাথরকুচি ব্যবহার করা হয়।
  • মৃগীরোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয়।
  • ত্বকের এলার্জি সারাতে পাথরকুচি ব্যবহৃত হয়। 

আরো দেখুন