Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৫:৪৭ অপরাহ্ণ

পেপেঁর বিচি খান সুস্থ থাকুন

পেঁপে ফলের নানা উপকারিতার কথা কমবেশি সবাই জানি। কিন্তু এর বিচিও যে ফেলনা নয় এ কথা হয়তো অনেকে নয়। পেঁপে তো খাবেনই; বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য এর বিচিও খেতে পারেন। পেঁপের বিচির রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা-

১.পেঁপের বিচিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট- পলিফেনল ও ফ্ল্যাভোনয়িডস রয়েছে। এগুলো সর্দি, কাশি এবং দুরারোগ্য বিভিন্ন রোগ প্রতিহত করতে সাহায্য করে।

২. এই ফলের বিচি প্রাকৃতিকভাবেই আঁশযুক্ত। এটি খাবার হজমে সাহায্য করে এবং স্থূলতা প্রতিরোধ করে। আঁশ শরীরে রক্তচাপ ঠিক রাখে এবং হার্টে সুস্থ রাখতে সাহায্য করে।

৩. বেশ কিছু গবেষণায় দেখা গেছে, পেঁপের বিচিতে প্রোটিওলাইটিক এনজাইম পাওয়া যায়, যা ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং পাকস্থলী এবং অন্ত্র সুস্থ রাখে।

৪. পেঁপের বিচি খেলে নারীদের পিরিয়ড চলাকালীন মাংসপেশি শিরটান ও ব্যথা উপশম করতে সাহায্য করে।

৫. পেঁপের বিচিতে সমৃদ্ধ মনোস্যাটারেটেড ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ওলেইক অ্যাসিড৩ রয়েছে; যা উচ্চমাত্রার ক্ষতিকর কোলেস্টেরল ধ্বংস করতে সাহায্য করে।

আরো দেখুন