Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৫:৫০ অপরাহ্ণ

জীবনের সোনালী সময় আমার ছেলেবেলা

মানুষের জীবনের সবচেয়ে মধুর সময় যেটি, নিঃসন্দেহে তা হল আমাদের শৈশবের ফেলে আসা দিনগুলি। শৈশবকালে যখন আমরা ছোট থাকি তখন মনে করি বড় হলে না জানি কতই সুখ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু একবার যখন বড় হই, তখন আমরা সকলে প্রতিমুহূর্তে বারবার ফিরে যেতে চাই আমাদের সেই শৈশবের ফেলে আসা দিনগুলিতে।

ফিরে পেতে চাই ছেলেবেলার সেই সারল্য আর মাধুর্য করে দিনযাপনের কালকে। শৈশবকালে মাথায় চেপে বসে থাকে না কোনো চিন্তাভাবনা; শুধুমাত্র খুশি আনন্দ আর হুল্লোড়ের মধ্য দিয়ে সমগ্র ছোটবেলা কখন অতিবাহিত হয়ে কৈশোর পেরিয়ে আমরা যৌবনে প্রবেশ করি তা বুঝতেও পারিনা। বুঝতে যখন পারি তখন সেই সারল্য মাখা দিন গুলো হারিয়ে গেছে মহাকালের গভীরে। এরপর সারা জীবন কাটে মাথার ওপর চেপে বসে নানা দুশ্চিন্তায়, আর ছেলেবেলার স্মৃতিচারণায়।

আরো দেখুন