Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৬:৪৪ অপরাহ্ণ

ওয়েবসাইট তৈরিতে ডোমেইন আর হোস্টিং

একই ডোমেইনের অধীনে একাধিক পেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।।

অনলাইনে আয়ের অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ওয়েবসাইট বানিয়ে বিক্রয় করা যায়।কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি,অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি ই ওয়েব সাইট ।বর্তমানে ওয়েবসাইট তৈরি করার জন্য অনেকগুলো ফ্রি সফটওয়্যার পাওয়া যায় এদের মধ্যে অন্যতম হলো ওয়ার্ডপ্রেস।

ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপলিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার।

আউটসোর্সিং এর মতো ওয়েবসাইট বিক্রি করা ও একটি অনলাইন ভিত্তিক একটি বিজনেস।

একজন সফটওয়্যার ইন্জিনিয়ার একাধিক ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আয় করে থাকে।


ওয়েবসাইট বিক্রি করার ক্ষেত্রে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে,,,

টপিক সিলেক্ট,

ডোমেইন হোস্টিং এর প্রোভাইডার,

সাইট ডিজাইন,

ওয়েবসাইট কন্টেন্ট,

ব্যাকলিঙ্ক প্রোফাইল,

প্লাগিন কম বেশি,

ট্র‍্যাকিং সিস্টেম।

ওয়েবসাইট তৈরির বেলায়,,,

প্রথম যে বিষয় টি খেয়াল করতে হবে যে বিষয়টি নিয়ে আমার যথেষ্ট ধারণা রয়েছে।পরের ধাপ হচ্ছে ডোমেইন কেনা। ওয়েবসাইট ভালো দামে বিক্রি করার প্রাথমিক ওয়ে হচ্ছে একটা সুন্দর ডোমেইন নাম পছন্দ করা।হোস্টিং কেনার ক্ষেত্রে ভালো মানে কোন কোম্পানীর শেয়ারড হোস্টিং প্যাকেজ কিনে নিলেই হবে। ১ জিবি ভালো মানের হোস্টিং নিলেই আপাতত কাজ শুরু করা যাবে।তারপর পছন্দ মত সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট তৈরি শুরু করতে হবে।ওয়েবসাইট যত জনপ্রিয় হবে তত ভালো দামে ওয়েবসাইট বিক্রি করা যায়।তাই ওয়েবসাইট ইউনিক আর্টিকেল দিয়ে সাজাতে হবে।কপি-পেষ্ট কন্টেন্ট দিয়ে ওয়েবসাইট বানালে ভালো দাম পাওয়া যাবে না।



ওয়েবসাইট বিক্রি করার জন্য আলাদা সাইট আছে,,

Flippa – ফ্লিপ্পা অস্ট্রেলিয়ান একটা ওয়েবসাইট বিক্রির প্ল্যাটফরম।

Empireflippers - এটিও ফ্লিপ্পা এর মত জনপ্রিয় একটা ওয়েবসাইট বিক্রির প্ল্যাটফরম।

এছাড়া আরো কিছু সাইট রয়েছে।

ইউনিক ডিজাইন,, ইউনিক আইডিয়া,,পুরাতন ওয়েবসাইট,, ই-কমার্স সাইট অন্তর্ভুক্ত থাকলে একটি ওয়েবসাইট ভালো দামে সেল করা যায়।।।

 

আরো দেখুন