Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৭:০৬ অপরাহ্ণ

ডোমেইন আর হোস্টিং কি???????

ডোমেইনঃ
অনলাইনে আপনি যে ব্যবসা করছেন তার নাম ই হলো ডোমেইন।
অনলাইন বিজনেস করতে গেলে প্রথমেই আপনাকে একটি পেইজ খুলতে হবে আর তার নামটাই হলো ডোমেইন।এখানে ব্যাক্তির নিজের নামের কথা বলা হয় নি,, বলা হয়েছে ব্যবসার নাম।আমরা অফলাইনে বিজনেস করতে গেলে আমাদের অবশ্যই ট্রেডলাইসেন্স দরকার হয়,, ঠিক তেমনি অনলাইন বিজনেস করতে গেলে আমাদের ডোমেইন কিনতে হয়।
এখন আপনি বলতে পারেন,, ডোমেইন লাগবে কেন???
আমি তো এমনি পেইজ খুলে বিজনেস করতে পারবো,, হ্যা তা আপনি পারবেন কিন্তু ফেসবুক যদি মনে করে আজকে থেকে তারা আর পেইজ অফশন রাখবে না কিংবা বিজনেস সংক্রান্ত কোন কিছু তারা সতর্ক করবে না,,,, তখন আপনি কি করবেন???
তখন যদি আপনার ডোমেইন কেনা থাকে তাহলে আপনি সেটা দিয়ে ওয়েবসাইট তৈরি করে আপনার বিজনেস চালিয়ে যেতে পারত।আবার ধরেন একই নামে আপনার এলাকায় কয়েকজন লোক আছে,, কেউ যদি আপনাকে এসে তার কথা জিজ্ঞেস করেন তখন আপনি কি বলবেন???আমাদের অনলাইন পেইজ টাও তেমনি,, একই নামে একাধিক পেইজ থাকতে পারে তাহলে এটা যে আপনার সেটা বুঝবো কিভাবে???
তার জন্য আপনার একটা নাম থাকতে তাও নিজের কেনা নাম,, তাতে আপনার একই নাম দিয়ে যদি কেউ পেইজ খুলে তাহলে আপনি কমপ্লেইন করলে আপনার টা রেখে তারটা ডিলেট করে দিবে।।।
এই যে অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির পেইজ আছে তাদের নামে আপনি কিন্তু পেইজ চালাতে পারবেন না।।গুগল একটাই কোম্পানি এই নামে আর দুইটা নেই।।

হোস্টিংঃ
ডোমেইন কেনা নামে নামকরণ করা আর হোস্টিং হলো আপনার বাড়ির ঠিকানা।।।
আমি সুন্দর করে নাম লিখে আমার বাড়িটা গুছিয়ে রাখলাম কিন্তু দিন শেষ এ গিয়ে দেখলাম আরে এটা তো আমার জায়গা না তাহলে বাড়িটাতে কি আমার কোন অধিকার থাকবে???
অনলাইন বিজনেস করার জন্য অনলাইনে নিজের পেইজের নামে একটা নির্দিষ্ট জায়গা একটা নির্দিষ্ট সময়ের জন্য কেনাই হলো হোস্টিং।।
বিজনেস এর শুরু তেই হোস্টিং না কিনলে ডোমেইন অবশ্যই কিনতে হবে যদি আপনি অনলাইন বিজনেস টা দীর্ঘ সময় ধরে করতে চান।।

আরো দেখুন