Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৭:১৪ অপরাহ্ণ

ব্লগ বলতে আসলে কি বুঝি??????

নিজের মনের কথা আমরা অনেক ই ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করি,, আচ্ছা সেই লেখাটা যদি আমরা ভারচুয়ালি লিখতে পারি বা লিখি তখন ই তা হয়ে যায় ব্লগ।।
ব্লগ হলো Blog এর ইংরেজি প্রতিশব্দ।।ইংরেজি Weblogএর সংক্ষিপ্ত রুপ হলো blog..
যিনি ব্লগ লিখেন তাকে বলা হয় ব্লগার।।
নিয়মিত ব্লগ লিখতে পারলে ভালো পরিমানের অর্থ উপার্জন করা যেতে পারে।।
ব্লগাররা প্রতিনিয়ত তাদের কনটেন্ট যোগ করে থাকেন আর যারা নিয়মিত পড়েন তারা তা থেকে অনেক কিছু জানতে পারেন আর তাদের মতামতও কমেন্ট করে জানাতে পারেন।।
ব্লগ তৈরি করতে হলে আপনাকে কিছু অর্থ বিনিয়োগ করতে হবে শুরুতে।।
ডোমেইন, হোস্টিং, সার্ভার, থিম ইত্যাদি আরো অনেক কিছু যা কিনে নিতে হয়।।
এগুলো ফ্রিতেও পাওয়া যায় তবে সেগুলো বেশি টেকসই নয়।।
ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করবোঃ
ব্লগ ওয়েবসাইট তৈরির জন্য আমরা ওয়ার্ড প্রেস থেকে অথবা ব্লগার থেকে ওয়েবসাইট তৈরি করতে পারি।। যদিও আরো অনেক পদ্ধতি আছে তবু ও এই দুইটা বেশি জনপ্রিয়।।
এদের যেকোন একটি নিয়ে কাজ করলেই করতে পারবে সবাই।।
যদি টাকা উপার্জন করার জন্য হয় তবে অবশ্যই ফ্রির দিকে না গিয়ে প্রিমিয়াম ডোমেইন, হোস্টিং আর থিম নিয়ে কাজ করলে ভালো হবে।।।
সেক্ষেত্রে আপনাকে ডোমেইন, হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে।।
ব্লগে লিখতে চাইলে ইন্টারনেট কানেকশন টা তো অবশ্যই লাগবে সাথে ব্লগে একাউন্ট খুলতে চাইলে আপনার একটা জিমেইল একাউন্ট লাগবে।।
একাউন্ট খোলা হয়ে গেলে ডোমেইন আর হোস্টিং কেনা হয়ে গেলে মনের কথা গুলো সুন্দর করে সবার সামনে তুলে ধরতে হবে।।।
এখানে কপি করা কোন কনটেন্ট লিখলে কোন লাভ নেই তাই আগে লেখার অভ্যাস তৈরি করতে হবে।।
নিয়মিত তথ্য সমৃদ্ধ কনটেন্ট এড করলে আস্তে আস্তে ভিউ সংখ্যা বাড়তে থাকবে।।
ব্লগে ইংরেজি কিংবা বাংলাতে লেখা যায়।।
বাংলাতে লিখলে আপনাকে ভিউ বাড়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে কারন বাংলা যারা না বুঝতে পারে তারা এটা পড়বে না।।
ইংরেজিতে ব্লগ লিখলে বেশি মানুষ ই পড়তে পারবে কারন প্রায় সবাই ইংরেজি কে প্রাধান্য দেয়,,।।

আরো দেখুন