Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৭:২৮ অপরাহ্ণ

সিরিয়াস ভাবে চেষ্টা না করলে টেকার সম্ভাবনা থাকে না।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস, চাকরির পরীক্ষা এগুলোতে চরম প্রতিযোগিতা করে নিজের জায়গা করে নিতে হয়। পরীক্ষা মানেই ভালো ফলাফল করলাম আর চাকরি হয়ে গেলো তা নয় এটা ভালো ফলাফল এর সাথে ভালো ফলাফলের এক চরম প্রতিযোগিতা তৈরি হয় যেখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্য ই আপনার লক্ষ্য কে সিরিয়ালি নিয়ে সেই মতো কাজ করে যেতে হবে।

আপনি যদি নিজেকে দক্ষ করতে না পারেন তবে আপনি টিকে থাকতে পারবেন না,, সবকিছুই মামার জোরে কিংবা টাকার জোরে হয় না দক্ষতা ও লাগে আর দক্ষতার কাছে বাকি সব তুচ্ছ।

একজন উদ্যোক্তা হিসেবে আপনি যথেষ্ট সিরিয়াস না হলে আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন না আর দক্ষতা না থাকলে আপনি টিকেও থাকতে পারবেন না। সবকিছুর ই একটা নির্দিষ্ট স্ট্র্যাটিজি থাকে, আমি আপনি কেউই তার বাইরে নই।

ধরেন আপনি জানেন না কিভাবে প্রাইসিং করতে হয়, ছবি তোলার পারফেক্ট সময়, লোকেশন, কাস্টমার সার্ভিসিং,ডেলিভারি সিস্টেম, পেইজ সেটআপ, ডোমেইন, হোস্টিং কি তাহলে বলবো আগে দক্ষতা অর্জন করুন তারপর বিজনেস এ মনোযোগ দিন।

বলতেই পারেন এতোদিনে তো অনেকেই বাজার দখল করে নিবে??

আসলেই কি তাই,, এখন আপনি দক্ষতা অর্জন না করলে কয়েকদিন পর আপনি এমনি ঝরে পরবেন তাহলে কোনটা আপনার কাছে পছন্দনীয়??

আপনি আপনার রাজ্যের রাজা রানী সব,, সেখানে আমার কিংবা অন্য কারো মতামতের কোন প্রাধান্য না দিয়ে কোনটা আপনার জন্য ভালো তা ভাবুন।তবে,,

"ভাবিয়া করিও কাজ

করিয়া ভাবিও না।।"

ভুল তো মানুষেই করে আর ভুল বুঝতে দেরি না হলো সমাধান করতেও দেরি করো না।

"সময় গেলে সাধন হবে না। "

সমস্যা চিহ্নিত করুন আর লেগে যান নিজেকে দক্ষ করে গড়ে তুলতে,, আপনার দক্ষতা আপনারই থাকবে, তা যেমন কেউ আপনাকে দিতে পারবে না তেমনি কেড়েও নিতে পারবে না তাই সিরিয়াসলি নিজের স্বপ্ন গুলো পূরণ করতে নয়তো সহজ কথা প্রতিযোগিতার বাজারে টিকতে পারবেন না।

Be regular....

 

আরো দেখুন