Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৭:৪০ অপরাহ্ণ

আজ রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৩তম জয়ন্তী

 

 


 

গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, ছোটোগল্প, চিত্রকর্মসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য দ্যুতি ছড়িয়েছেন যিনি, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । আজ তার ১৬৩তম জয়ন্তী। ১৮৬১ সালের ৮ই মে (বাংলা ১২৬৮ সালের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাকোঁর বিখ্যাত ঠাকুরবাড়িতে জন্ম নেন কালজয়ী এ কবি রবিঠাকুর বাঙালির মানসপটে সদাই বিরাজমান। বাঙালির জীবনের যত ভাবনা, বৈচিত্র্য আছে, তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন তিনি। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবনদর্শন, মানবতা, ভাবনা-সবকিছুই সত্যিকারের বাঙালি হতে, সত্যিকারের মানুষ হতে অনুপ্রেরণা দেয়।

এবার জাতীয়ভাবে কবির জন্মবার্ষিক উদযাপনের প্রতিপাদ্য সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু

বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা ও ভারতের জাতীয় সংগীত জনগণমন-অধিনায়ক জয় হে রবীন্দ্রনাথের লেখা।

দীর্ঘ রোগভোগের পর ১৯৪১ সালের ৭ই আগস্ট (১৩৪৮সালের ২২শে শ্রাবণ) তিনি জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

আরো দেখুন