Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৭:৪৫ অপরাহ্ণ

জেলা ওয়েবসাইট সম্পর্কে আমাদের ধারনা?????

জেলা ওয়েবসাইট হলো একটি জেলাকে সবার সামনে তুলে ধরা যেখানে ঐ জেলার যাবতীয় তথ্য এক নজরে সবার চোখ এ পরে।যেখানে একটা ক্লিক করলেই জেলখাটা চোখের সামনে ফুটে উঠে।একটি জেলার ঐতিহ্য,, ঐতিহাসিক দর্শনীয়গুলো স্থানগুলো,, কৃতী সন্তান দের জীবনী এরকম হাজারো তথ্য যা ঐ জেলাকে রিপ্রেজেন্ট করে।একটি জেলার সীমানা থেকে শুরু করে জেলাতেই কি কি নদী, নালা, খাল বিল রয়েছে তার সবকিছু অন্তর্ভুক্ত থাকে।জেলার যতো বিখ্যাত জিনিস রয়েছে তাও থাকে। জেলার যতো বিখ্যাত ব্যাক্তিবর্গ,, শহীদ,বুদ্ধিজীবী , মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জেলার নামকরণের ইতিহাস ও থাকে জেলা ওয়েবসাইট এ।

 

একটি ওয়েবসাইট তৈরির জন্য বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন রয়েছে, কেউ মনে করলো আমি জেলা ওয়েবসাইট তৈরি করবো তাহলে কিন্তু সম্ভব না,, সেজন্য তাকে প্রথমে জেলা সম্পর্কে একটু জেড সব তথ্য জানতে হবে।কনটেন্ট রাইটিং, ডোমেইন, হোস্টিং, প্রেজেন্টেশন নিয়ে বেসিক অত্যন্ত ক্লিয়ার থাকতে হবে।।

 

 

আরো দেখুন