Loading..

ব্লগ

রিসেট

০৮ মে, ২০২৪ ০৮:৩৬ অপরাহ্ণ

মা দিবস বলতে আমি যা বুঝি।

"মা" শব্দটি পৃথিবীর সবচেয়ে ছোট শব্দ কিনা জানিনা তবে শব্দটির শক্তি যে অন্যান্য শক্তির চেয়ে অধিক তা ধরে নেওয়া যায়। সন্তানের জন্য মায়েরাই নিশর্তভাবে জীবনবাজি রাখতে পারে।


প্রতিটি সন্তানের প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা, শাসন, দিকনির্দেশনা এমনকি সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো "মা"।


মা-দিবস আমার কাছে একটি উপলক্ষ্য মাত্র। মাকে আমরা ভালোবাসি, ভালোবেসে যাবো। "মা" তো মাইইই...। তার তুলনা আর কিছুর সাথে হতে পারে না।


তারপরও বলবো আজ এই দিবসের কারণেই আমাদের হৃদয় "মা" এর জন্য হু হু করছে। যাদের মা আছে কিংবা চলে গেছে না ফেরার দেশে সবারই চোখে মায়ের মধুমাখা মুখখানা ভেসে উঠেছে। হয়তো মনে পড়ছে মাকে নিয়ে হাজারো স্মৃতি।


ছোটকালে মা যেমন ছিল আমাদের একমাত্র  অবলম্বন তেমনি বৃদ্ধ বয়সে আমরাই হবো মায়েদের নিরাপদ আশ্রয়স্থল "বৃদ্ধাশ্রম" নয়।


    পৃথিবীর সকল মায়েদের জন্য শুভকামনা।

আরো দেখুন