Loading..

ব্লগ

রিসেট

০৯ মে, ২০২৪ ০৬:৩৪ পূর্বাহ্ণ

পাঠ্য পুস্তকের সংশোধনী

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল সংশ্লিষ্ট শ্রেণিশিক্ষকের মাধ্যমে সংশোধন-সংযোজন নিশ্চিত করতে বলা হয়েছে প্রতিষ্ঠানপ্রধানদের। 

বুধবার শিক্ষামন্ত্রলালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠানো ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্য বইয়ের সংশোধনীগুলো প্রতিষ্ঠানের সব শিক্ষককে অবহিত করা এবং তাদের মাধ্যমে সব শিক্ষার্থীর নিজ-নিজ পাঠ্যবইয়ে সংশোধনীগুলো সংযোজন নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
এর আগে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৩১টি বইয়ে ১৪৭টি ভুল ধরা পড়েছিলো। গত ৩৫ বছরের মতো এবারো ক্লাস শুরুর পর পাঠ্যবইয়ে থাকা নানা ভুল ও অসংগতি নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। 

একপর্যায়ে নতুন বইয়ের ভুলত্রুটি ইমেইলে জানানোর অনুরোধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিটিবি।