
সহকারী শিক্ষক

১৩ মে, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
সহকারী শিক্ষক
কম্পিউটার মেমরি বলতে কোন কম্পিউটার ব্যবস্থায় স্থায়ী বা অস্থায়ীভাবে তথ্য উপাত্ত সংরক্ষণকারী ডিভাইসসমূহকে বোঝায়। কম্পিউটারের মেমোরি হিসাবে র্যাম, রম, হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করা হয়। সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত কম্পিউটারের অভ্যন্তরীণ স্মৃতিকে প্রধান মেমরি বলা হয়। ডাটা ইনপুট হিসেবে প্রবেশ করানোর পর তা প্রক্রিয়াকরণের সময় প্রধান মেমরিতে অবস্থান করে। যখন কম্পিউটার বন্ধ করা হয় তখন এ মেমরি হতে ডাটা মুছে যায়। তাই প্রধান মেমরিকে ভোলাটাইল মেমরিও বলা হয়। প্রধান মেমরি দু' ধরনের - যথাঃ প্রাইমারি মেমরি ও সেকেন্ডারি মেমরি ।
৫৫
১০৭ মন্তব্য