
সহকারী শিক্ষক

১৬ মে, ২০২৫ ০১:৩৯ অপরাহ্ণ
সহকারী শিক্ষক
স্পর্শ করে নয়, শুধু মনে মনে ভেবেই আইফোন বা আইপ্যাডে বিভিন্ন কাজ করা যাবে। শুনতে অবাক লাগলেও ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ মিলবে। পক্ষাঘাতগ্রস্ত বা এএলএসের (অ্যামিয়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) মতো জটিল স্নায়বিক রোগে আক্রান্ত ব্যবহারকারীদের নতুন এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে এরই মধ্যে ‘ব্রেন–কম্পিউটার ইন্টারফেস’ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল।সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউরোটেকনোলজি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিঙ্ক্রন–এর সঙ্গে যৌথভাবে ব্রেন–কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি নিয়ে গবেষণা করছে অ্যাপল। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা মনে মনে ভেবেই আইফোন বা আইপ্যাডের পর্দায় বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন।
সিঙ্ক্রনের তৈরি ‘স্টেনট্রোড’ নামের ছোট যন্ত্রটি ব্যবহারকারীর মস্তিষ্কের মোটর কর্টেক্স–সংলগ্ন শিরায় স্থাপন করা হবে। এই যন্ত্র মস্তিষ্ক থেকে নির্গত বৈদ্যুতিক সংকেত শনাক্ত করবে এবং সেগুলো সফটওয়্যারের মাধ্যমে আইফোন বা আইপ্যাডের বোঝার উপযোগী করবে। ফলে ব্যবহারকারী হাতের স্পর্শ ছাড়াই আইফোন বা আইপ্যাডে বিভিন্ন কাজ করতে পারবেন।আইফোন বা আইপ্যাডে নতুন এ প্রযুক্তির ব্যবহার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তি অ্যাপলের প্রযুক্তি ও সিঙ্ক্রনের তৈরি স্টেনট্রোড যন্ত্র ব্যবহার করে মনে মনে ভেবে অ্যাপলের তৈরি ভিশন প্রো হেডসেটের পর্দায় নির্দেশ পাঠাতে সক্ষম হয়েছেন। যদিও এখনো কার্সরের গতি মাউস বা টাচস্ক্রিনের মতো নয়, তবু পর্দায় প্রয়োজনীয় অপশন বেছে নিতে পেরেছেন তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে
৫৫
১০৭ মন্তব্য