Loading..

খবর-দার

৩০ জুন, ২০২১ ০৪:০২ অপরাহ্ণ

বাংলাদেশ- ভারত টেলিকোলাবোরেশন প্রোগ্রামের 1st session: ২৯ জুন ২০২১।


বাংলাদেশ-ভারত টেলিকমিউনিকেশন প্রোগ্রাম। 2015 সালে জাতিসংঘ কর্তৃক প্রণীত ১৭ টি SDG নিয়ে সম্প্রতি যৌথভাবে কাজ করছে  ইকো ট্রেনিং সেন্টার (সুইডেন), নাসিক ট্রেনিং সেন্টার (ভারত )এবং বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ। মূলত সুইডেনের ইকো ট্রেনিং সেন্টারের উদ্যোগে পরিচালিত বাংলাদেশ এবং ভারতের শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে বাংলাদেশ-ভারত টেলি কোলাবোরেশন প্রোগ্রামটি পরিচালিত হবে তা


২৭/০৬/২০২১ এ জুম এপস এ মিটিং করে ভারতের কো- অর্ডিনেটের জনাব ইয়ূগেশ সোনাওয়ানে স্যার  অবগত করান। নির্দেশনা মোতাবেক 30-06-2021 গ্রুপ পার্টনারদের সাথে জুম এপসে অংশগ্রহণের  মাধ্যমে প্রথম সেশন সমাপ্ত করি। এ প্রোগ্রামে আমার  আমার পার্টনার ছিলেন বাংলাদেশের মো আবুল হাসান সোহাগ , সহকারী শিক্ষক, নাঙ্গলকোট উপজেলা , কুমিল্লা  ও ভারতের Lalit  Balasaheb Wakchure, primary teacher, Zilla Porishad Narshik।


এ প্রোগ্রামের মাধ্যমে আমরা দুটি দেশের শিক্ষা সংস্কৃতি ভাষা আচার-অনুষ্ঠান উৎসব ইতিহাস-ঐতিহ্য সহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি এসডিজি এর লক্ষ্যমাত্রা নিয়ে দুই দেশের সার্বিক পরিস্থিতি লক্ষ্যমাত্রা প্রতিকূলতা সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।  17 SDGs are: (1) No Poverty, (2) Zero Hunger, (3) Good Health and Well-being, 

(4) Quality Education, (5) Gender Equality, (6) Clean Water and Sanitation, 
(7) Affordable and Clean Energy, (8) Decent Work and Economic Growth, (9) Industry, 
Innovation and Infrastructure, (10) Reducing Inequality, (11) Sustainable Cities and 
Communities, (12) Responsible Consumption and Production, (13) Climate Action, 
(14) Life Below Water, (15) Life On Land, (16) Peace, Justice, and Strong Institutions,  
(17) Partnerships for the Goals
এই ১৭ টি এসডিজির মধ্যে যে ৭ টি এসডিজি নিয়ে আলোচনা হবে সেগুলো হলো:(1) No Poverty, (2) Zero Hunger, (3) Good Health and Well-being, 
(4) Quality Education, (5) Gender Equality(6) Clean Water and Sanitation, (10) Reducing Inequality,
এটা একটা আন্তর্জাতিক প্রোগ্রাম। এমন একটা প্রোগ্রামের অংশগ্রহণকারী হিসেবে সকলের দোয়া ও শুভকামনা চাইছি। যেন নিজ দেশের শিক্ষা সংস্কৃতি তুলে ধরতে পারি। 
ধন্যবাদ
শাহেনা আক্তার
সহকারী শিক্ষক
ব্রাহ্মণডুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হবিগঞ্জ
ICT4E District Ambassador,