Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জুন, ২০২১ ১০:০৫ অপরাহ্ণ

মধু মাস

জ্যৈষ্ঠ মাস চলে গেলেও তার মধুরতার রেশ এখনও কাটেনি। গ্রীষ্মের রসালো সব ফল এখনও বাজার দখল করে আছে। কাঁঠাল, লিচু, আম, জাম, তরমুজ, জামরুল, লটকন, ডেউয়া, গাব, আতাফল, কাউফল, আনারস ইত্যাদি ফলের দেখা মিলছে বাজারে। মৌসুমী এসব ফল সুস্বাদু তো বটেই, পুষ্টিগুণেও অনন্য। ভ্যাপসা গরমে একঘেয়েমি বা ক্লান্তি কাটাতে এসব ফলের জুড়ি মেলা ভার। তৃপ্ত করার পাশাপাশি শক্তি জোগাতেও কাজ করে এসব ফল। মৌসুমী ফলে মৌসুমী রোগ-বালাইয়ের প্রতিষেধক থাকে প্রাকৃতিকভাবেই। আপনি যদি মৌসুমী ফল খান তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি