Loading..

নেতৃত্বের গল্প

০৪ জুলাই, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শিরোনামে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থীগণ চারটি দলে ভাগ হয়ে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার সফিকুর রহমান সাহেব, বীর মুক্তিযুদ্ধা জনাব আবুল কালাম মজুমদার সাহেব, প্রত্যক্ষদর্শি জনাব গোলাম রাব্বানী মজুমদার ও প্রত্যক্ষদর্শি জনাব সৈয়দ ওমর আহম্মেদের সাক্ষাৎকার গ্রহণ করেছে। উক্ত সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের বেশ কিছু বীরত্বপূর্ণ কাহিনী প্রকাশ পেয়েছে। উক্ত কার্যক্রমটি পরিচালনার জন্য আমি আমার প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠণ করি। শিক্ষার্থীদের ছয়টি দলে ভাগ করে প্রত্যেক দলে দু'জন করে শিক্ষকদের দায়িত্ব প্রদান করি। শিক্ষার্থীরা শিক্ষকগণদের সাথে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের স্বাক্ষাৎকার গ্রহণ করে। আমি প্রায় প্রত্যেকটি দলের সাথেই থাকি। কার্যক্রমগুলি তদারকি করি। শিক্ষকগণের মাধ্যমে শিক্ষার্থীদের কার্যক্রম মূল্যায়ণের ব্যবস্থা গ্রহণ করি। শিক্ষার্থীরা সরেজমিনে মুক্তিযুদ্ধাদের বয়ান শুনে সমৃদ্ধ হয়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। সর্বোপরি জাতির জনক বঙ্গবুন্ধু সম্পর্কে জানতে পারে। তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত হয়। সকল কার্যক্রমের সমন্বিত তথ্যচিত্র এই ভিডিওতে প্রকাশ পেয়েছে।