Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৫ জুলাই, ২০২১ ০৯:৩৭ অপরাহ্ণ

ব্যবস্থাপনা চক্র | Management Cycle |

ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। ব্যবস্থাপনাকে কতিপয় ব্যবস্থাপকীয় কাজ সম্পাদন করতে হয়। ব্যবস্থাপনার কাজগুলো হলো পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা ও নিয়ন্ত্রন। এ কাজগুলো ব্যবস্থাপনাকে স্বতন্ত্রভাবে এবং ধারাবাহিকভাবে সম্পাদন করতে হয়। যে প্রক্রিয়ায় কাজগুলো ধারাবাহিকতা বজায় রেখে চক্রাকারে আবর্তিত হয় তাকেই ব্যবস্থাপনা চক্র বা Management Cycle বলে। এ চক্র পরিকল্পনা দ্বারা শুরু হয় এবং নিয়ন্ত্রন দ্বারা শেষ হয়। পূনরায় পরিকল্পনার মাধ্যমে শুরু হয়। এভাবে ব্যবস্থাপনীয় কার্যসমূহ পৌনঃপুণিকভাবে চলতে থাকে। চিত্রে ব্যবস্থাপনার কার্যসমূহ ধারাবাহিকভাবে দেখানো হয়েছে।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি