Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৬ জুলাই, ২০২১ ১০:৫২ পূর্বাহ্ণ

কোটেশ্বর শিব মন্দির

কোটেশ্বর শিব মন্দির


কোটেশ্বর শিব মন্দির বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় অবস্থিত একটি হিন্দু ধর্মীয় প্রাচীন স্থাপনা। এই মন্দিরটির প্রধান বিগ্রহ দেবতা শিব। অনেক কাল থেকে এখানে দূর্গাপূজা ও হয়ে আসছে ।দেবীর নাম "ভ্রামরী দেবী" ও ভৈরব এর নাম "অম্বর ভৈরব"।[১]

কোটেশ্বর শিব দূর্গা মন্দির
কোটেশ্বর শিব মন্দির
ধর্ম
অন্তর্ভুক্তিহিন্দুধর্ম
জেলাকুড়িগ্রাম জেলা
অবস্থান
অবস্থানরাজারহাট
দেশবাংলাদেশ
ভৌগোলিক স্থানাঙ্ক২৫.৮১৩০৬৯২° উত্তর ৮৯.৪৯০৭৭৮৯° পূর্ব


ইতিহাস

কামতেশ্বর নীলাম্বর সেন তার রাজধানী কামতাপুর থেকে রাজ্যের প্রান্তসীমা পর্যন্ত অনেকগুলো রাজপথ নির্মাণ করেছিলেন। এর মধ্যে নীলাম্বরী সড়ক এবং দর্পার মাল্লি উল্লেখযোগ্য। সড়ক দু’টি কামতাপুর থেকে বর্তমান রংপুরের মধ্য দিয়ে ঘোড়াঘাট পর্যন্ত বিস্তৃত ছিল। তিনি ১৪৮৩ খ্রিষ্টাব্দে কোটেশ্বরে (বর্তমান কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত) একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যার ধ্বংসস্থলে ১৮৯৭ খ্রিষ্টাব্দে পাঙ্গেশ্বরী লক্ষ্মীপ্রিয়া নতুনভাবে মন্দির নির্মাণ করেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি