Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১০ জুলাই, ২০২১ ০৮:০৪ অপরাহ্ণ

সরীসৃপ জাতীয় প্রাণির পায়ের তালু

আমরা জানি, টিকটিকি সরীসৃপ জাতীয় প্রাণী। ঘরে থাকলে দেখা যায় দেয়ালের এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়ায়। কিন্তু তারা কি এত সহজেই দৌড়াতে পারে কেন? দৌড়াতে পারে তা তো আমরা জানি না। আমরা দেখেছি যে তাদের পায়ে এক ধরনের আঠালো চটচটে পদার্থ থাকে। আসলে আঠালো বললে ভুল হবে। চটচটে অংশ আঠার মতন কাজ করে। তাদের পায়ের তালু সেই চটচটে পদার্থগুলো যেকোনো জিনিস কে, যেকোন পদার্থকে আঁকড়ে ধরে তারা দৌড়ে যেতে পারে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি