Loading..

নেতৃত্বের গল্প

১১ জুলাই, ২০২১ ১০:২১ অপরাহ্ণ

নেতৃত্বের গল্প ৯ - আইসিটি শিক্ষা বাস্তবায়ন

নেতৃত্বের গল্প ৯ - আইসিটি শিক্ষা বাস্তবায়ন প্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নেতৃত্বের গল্প ৯ দেখার জন্য, আমি মো: মাহমুদুল হক (আলাউদ্দীন), সহকারী প্রধান শিক্ষক, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। আমার এ গল্পটি সাজিয়েছি আমার প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষকের ল্যাপটপের ব্যবস্থা করা এবং প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন নিয়ে। আমাদের প্রতিষ্ঠানে এক সময় শুধু আমার কাছে একটি ল্যাপটপ ছিল যা দিয়ে আমি কন্টেন্ট তৈরি করে প্রজেক্টর ব্যবহার করে শ্রেণি কক্ষে ক্লাস পরিচালনা করতাম। তখন চিন্তা করলাম কিভাবে সকলের ল্যাপটবের ব্যবস্থা করা যায়। এক সময় তা হয়ে গেল। তার পর সকল শিক্ষার্থীদের কিভাবে হাতে কলমে কম্পিউটার শিক্ষা দেওয়া যায় তা মাথায় নিলাম এবং এক সময়ে সেটিও হয়ে গেল। পরে একটি বিষয় পরিস্কার হলাম এ সমাজে অর্থ কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে আমাদের আন্তরিকা ও পরিকল্পনার মধ্যে। অর্থাৎ ও ইচ্ছা থাকলে সব কাজই বাস্তবায়ন করা সম্ভব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন-আল্লাহ হাফেজ।