Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১২ জুলাই, ২০২১ ০১:১২ পূর্বাহ্ণ

দেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারার হাট ঝালকাঠির ভিমরুলি, পণ্য হলো নেছারাবাদের কুড়িয়ানার পেয়ারা

বরিশাল বিভাগের অন্তর্গত পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আটঘর- কুড়িয়ানা ইউনিয়ন ও পার্শ্ববর্তি ঝালকাঠি জেলার একটি অংশের হাজার- হাজার মানুষ পেয়ারা চাষ করে জীবিকা নির্বাহের মাধ্যমে তাদের মৌল মানবিক চাহিদা পূরণ করে। জুলাই- আগষ্ট মাসে এই সকল পেয়ারার হাট বসে। ঝালকাঠি জেলার অন্তর্গত সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ভিমরুলি নদীর উপর গড়ে ওঠা ভাসমান পেয়ারা হাটে পেয়ারা পাইকারি দরে কেনা বেচা হয়। নৌকার উপরে পেয়ারা সাজানো থাকে এবং নদীর মধ্যে বেচা-কেনা হয় বলে একে ভাসমান পেয়ারার হাট বলে। এটি দেশের বৃহত্তম পেয়ারার হাট বলে বিবেচিত হয়। উল্লেখ্য এ অঞ্চলে সকলে জানে কুড়িয়ানার পেয়ারা সবচেয়ে সুস্বাদু। তাই কম দামে সুস্বাদু পুষ্টিকর ফলটি সকল স্তরের মানুষেরা কিনে থাকে।


আরো দেখুন