Loading..

খবর-দার

১৮ জুলাই, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ

ড.মোঃ নুরুল মুস্তাফার জীবনাবসান

ড.মোঃ নুরুল মুস্তাফার জীবনাবসান। প্রফেসর ড.মোঃ নুরুল মুস্তাফা অদ্য (১৮/০৭/২০২১) সন্ধ্যা ৮ টায় চট্টগ্রামস্থ নিজ বাসভবনে (চন্দনপুরা দারুল উলুম মাদ্রাসার সামনে অবস্থিত) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।আগামীকাল (১৯/০৭/২০২১) সোমবার সকাল ৭.৩০টায় মহসীন কলেজ, চট্টগ্রাম মাঠে এবং বাদে জোহর (দুপুর ২ টায়) চকরিয়াস্থ নিজ গ্রাম বহদ্দারকাটা স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রফেসর ড. মোঃ নুরুল মুস্তাফা ১৯৪৮ সালে চকরিয়া  উপজেলার বহদ্দারকাটা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মাস্টার অসিউর রহমান ছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাতা জোহরা খাতুন ছিলেন গৃহিণী।তাঁর শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় বহদ্দারকাটা প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী পর্যন্ত, এরপর ঢেমুশিয়া জিন্নাত আলী  উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী ও ইলিশিয়া জামিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ৭ম ও ৮ম শ্রেণী অধ্যয়ন করেন। পরবর্তীতে ১৯৬৪ সালে চকরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  পদার্থ বিদ্যা বিভাগের ১ম ব্যাচের ছাত্র ছিলেন।  উক্ত বিভাগ থেকে ১৯৭০ সালে ১ম শ্রেণীতে ২য় স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৬৪ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি ”ডীপিআই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী” ছিলেন। ১৯৮৩ সালে  কানাডার ”Concordia University” থেকে "Radiation and Health Physics” বিষয়ে উচ্চ শিক্ষায় বৃত্তিপ্রাপ্ত হয়ে ১৯৮৬ সালে  কৃতিত্বের সাথে এম.এস.সি.(থিসিস) ডিগ্রী পাস করেন। তার অসাধারণ কৃতিত্বের জন্য ”নিশিথ মুখার্জী মেডেল” অর্জন করেন। ১৯৯৫ সালে “Radiation and Health Physics”  বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে  পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর কর্ম জীবন শুরু করেন চট্টগ্রামের ইমাম গাজ্জালী কলেজে প্রভাষক হিসাবে ১৯৭২ সালে। ১৯৭৩ সালের ৯ই জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  পদার্থ বিদ্যা বিভাগে Researcher হিসাবে যোগদান করেন। পরবর্তীতে প্রভাষক এবং প্রফেসর হিসেবেও পদোন্নীত হন। ইতোমধ্যে ১৯৯৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উক্ত বিভাগে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে বিজ্ঞান অনুষদের ডীন নির্বাচিত হন এবং ২ বছর দায়িত্ব পালন করেন। উক্ত সময়ে তিনি Computer Science & Engineering  বিভাগ  স্থাপনে অগ্রণী ভুমিকা পালন করেন এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি BGC Trust University তে Vice-Chancellor  এর দায়িত্ব কৃতিত্বের সাথে পালন করেন। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ICT Center এর প্রধান সমন্বয়কারী ছিলেন। ২০১৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। ২০১৬ সালের ১৭ই জানুয়ারী Southern University  তে Vice-Chancellor নিযুক্ত হয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং ২০২১ সালের ৩১ শে মার্চ অবসর নেন। তিনি তাঁর গ্রামের বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।