Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জুলাই, ২০২১ ০২:৫৩ অপরাহ্ণ

নবম-দশম। জীববিজ্ঞান। অধ্যায়ঃ ২য়। ক্লোরোপ্লাস্টের চিহ্নিত চিত্র। মোঃ গোলাম মোস্তফা; সহকারী অধ্যাপক (জীববিজ্ঞান)।

ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশ সূর্যালোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌর শক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচকসমূহ,বায়ু থেকে গৃহীত কার্বন-ডাই-অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি