Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

৩০ জুলাই, ২০২১ ০৩:০৭ অপরাহ্ণ

নবম-দশম। জীববিজ্ঞান। অধ্যায়ঃ ২য়। নিউক্লিয়াসের চিহ্নিত চিত্র। মোঃ গোলাম মোস্তফা; সহকারী অধ্যাপক (জীববিজ্ঞান)।
যে ঝিল্লি নিউক্লিয়াসকে ঘিরে রাখে তাকে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন বা কেন্দ্রিকা ঝিল্লি বলে। এই ঝিল্লি প্রোটিনলিপিড দিয়ে তৈরি হয়
নিউক্লিয়ার ঝিল্লির কাজঃ নিউক্লিয়ার ঝিল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্যান্য বস্তুকে পৃথক রাখে এবং বিভিন্ন বস্তুর চলাচল নিয়ন্ত্রণ করে।

নিউক্লিয়ার রন্ধ্রের কাজঃনিউক্লিয়ার রন্ধ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে কিছু বস্তু  চলাচল করে

নিউক্লিওপ্লাজমের কাজঃনিউক্লিওপ্লাজম ক্রোমাটিন জালিকা,নিউক্লিওলাস ধারণ করে। নিউক্লিয়াসের বিভিন্ন জৈবনিক কাজে সাহায্য করে।

নিউক্লিওলাসের কাজঃ নিউক্লিওলাস রাইবোজোম সংশ্লেষণ করে। 

ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোমের কাজঃ ক্রোমোজোমে জীবের বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য 

বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ ।


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি