Loading..

নেতৃত্বের গল্প

০৪ আগস্ট, ২০২১ ০৬:২০ অপরাহ্ণ

সবুজ ক্যাম্পাস, প্রতিষ্ঠানে ফুলের বাগান, শিক্ষার্থীদের বাগান করার প্রতিযোগিতা

যে কোন প্রতিযোগিতাই শিক্ষার্থীদের লোকানো প্রতিভা ফুটে উঠে এবং নিজেরদেরকে শানিত করতে পারে। এই বাক্যটি সামনে রেখে চট্রগ্রামস্থ আনোয়ারা উপজেলাধীন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের ফুলের বাগান করার চেষ্টা করি। মাঠে পর্যাপ্ত জায়গা না থাকায় প্রতিটি শ্রেণি কক্ষের সামনে সানশেডে পাকা করে বাগান করার জায়গা করে দেই।

তিনজন শিক্ষককে ফুলের বাগান প্রতি্যোগিতার বিচারকের দায়িত্ব অর্পন করি। অতঃপর বিচারকদের রায়ে ১ম স্থান অধিকারীদেরকে আকর্ষণীয় পুরস্কার এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদেরকে শান্তনা পুরস্কার দেয়া হয়।

অর্জনঃ- (ক) শিক্ষার্থীরা ফুলের বাগান করার কৌশল জানতে পেরেছ;   (খ) আনন্দঘন পরিবেশে শেখার অভ্যাস গড়ে উঠেছে;  (গ)  প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়েছে;  (ঘ)  মাদ্রাসার পরিবেশ সুন্দর ও দৃষ্টিনন্দন হয়েছে; (ঙ) শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্বি পেয়েছে;

আশা করি প্রতিটি প্রতিষ্ঠানে এই রকম প্রতিযোগিতার ব্যবস্থা করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

সবাইকে ধন্যবাদ