Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৯ আগস্ট, ২০২১ ১১:৫০ পূর্বাহ্ণ

present continuous tense

বর্তমানে কোন কাজ হচ্ছে বা হইতেছে এরুপ বুঝালে verb এর present continuous tense হয়।

## বাংলা বাক্যের শেষে -তেছি,তেছ,ইতেছ,ইতেছেন,ইতেছেন বা যাচ্ছে,খাচ্ছে,ধরছে,খেলছে - ছ চিহ্ন পাওয়া যাবে।

Sub+ am,is,are + main verb + ing + ob 

# # subject first person singular number বা I হলে am বসে এবং main verb এর শেষে ing যোগ হবে।

আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। 

I am waiting for you.t

## subject,third person singular number( He,she,mother, farmer Mina, Rana ctc.) হলে  is বসে এবং main verb এর শেষে ing যোগ হয়।

বাবুল স্কুলে যাইতেছে। 

Babul is going to school. 

মিতা সংবাদ পত্র পড়িতেছে।

Mita is reading newspaper. 

টিনা গান করিতেছে।

Tina is singing a song. 

## Subject third person plural number (they,farmes,boys,men,fishermenetc) হলে are বসে এবং main verb এর শেষে ing যোগ হয়। 

বালকেরা ক্রিকেট খেলিতেছে।

The boys are playing cricket. 

কৃষকেরা ফসল ধান করিতেছে।

The farmers grow rice.

## Subject first person plural number  (we)and second person (you,your) হলে are বসে এবং main verb এর শেষে ing যোগ হয়। 

আমরা মাছ ধরিতেছি। 

we are catching fish. 

তুমি ভাত খাইতেছ। 

you are eating rice. 

(বাংলাকে প্রাধান্য দিয়ে অনুশীলন করলে সহজে দক্ষতা অর্জিত হতে পারে) 


আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি